আশাশুনি

আশাশুনিতে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

By Daily Satkhira

September 29, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনিতে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষ্যে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাঁদাকাটিতে শারদীয়া দুর্গোৎসবের উপলক্ষ্যে হোলদেপোতা নদীতে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কাঁদাকাটি সার্বজনীন দুর্গাপূজা কমিটির আয়োজনে সাবেক শিক্ষক লক্ষèীকান্ত মন্ডলের সভাপতিত্বে উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আখতার হোসেন, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার প্রমুখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় সাতক্ষীরা, খুলনা ও যশোরের ৭টি দল অংশ গ্রহন করে। এর মধ্যে খুলনা জেলার কয়রা উপজেলার মহেশ্বরীপুর নৌকাবাইচ দল প্রথম, সাতক্ষীরা জেলার তালা উপজেলার কুলপোতা নৌকা বাইচ দল দ্বিতীয়, সাতক্ষীরা সদর উপজেলার ষষ্ঠগ্রাম নৌকা বাইচ দল তৃতীয় স্থান অধিকার করে। প্রধান অতিথি এ সময় বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আর এই শারদীয়া দুর্গোৎসব সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৬৭ টি মোবাইল টিম সার্বক্ষণিক মাঠে আছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃখংলা রক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি আরো জানা।