আশাশুনি

আশাশুনিতে ড. ইউসুফ আব্দুল্লাহ’র মতবিনিময়

By Daily Satkhira

September 30, 2017

আশাশুনি ব্যুরো : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ আশাশুনিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল বিকালে আশাশুনি সাংবাদিক কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখতে গিয়ে ড. আব্দুল্লাহ বলেন, আমি একজন শিক্ষক। শিক্ষার আলোয় সমাজ গড়াই আমার ব্রত। তাই সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোর জন্য, সমাজ ও সমাজের মানুষের বৃহৎ কল্যানের জন্য আমি কাজ করতে চাই। আর এজন্য শিক্ষকতার পাশাপাশি জনসেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই।

প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা একেএম এমদাদুল হক, সাধারণ সম্পাদক জি এম আল ফারুক, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক বাহবুল হাসনাইন, ক্রীড়া সম্পাদক এসকে হাসান, কার্যনির্বাহী সদস্য এম. হাবিবুল্লাহ বিলালী, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ বাদশা, দপ্তর সম্পাদক এ এম নূর আলম, সাংবাদিক এম,এম সাহেব আলী, ফায়জুল কবীর, শেখ আরাফাত হোসেন, সমাজ সেবক এমএনবি রাশেদ সরোয়ার শেলী, উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি বদরুদ্দোজা সানা, প্রধান অতিথির ব্যক্তিগত সহকারী এস, কে মাসুদসহ তার অন্যান্য সফরসঙ্গীবৃন্দ। মতবিনিময় শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।