আন্তর্জাতিক

ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

By Daily Satkhira

September 30, 2017

সরকারি কাজে ব্যয়বহুল বেসরকারি বিমান ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে থাকা স্বাস্থ্য ও মানবসেবামন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন।

বেসরকারি বিমান ব্যবহার নিয়ে ট্রাম্প সাংবাদিকদের কাছে হতাশা প্রকাশ করার এক ঘণ্টা পর স্থানীয় সময় শুক্রবার প্রাইস পদত্যাগের ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘স্বাস্থ্য ও মানবসম্পদমন্ত্রী আজ (শুক্রবার) একটু আগে পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছেন এবং প্রেসিডেন্ট তাতে সায় দিয়েছেন।’

প্রাইসের পদত্যাগের পর ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ডন রাইটকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। এর আগে রাইট উপসহকারী স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। একই সঙ্গে তিনি রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য প্রচার দপ্তরের পরিচালক ছিলেন।

প্রাইসের বিষয়ে হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি খুশি নই। ঠিক আছে? আমি খুশি নই।’

এদিকে প্রাইসের পদত্যাগের পর তাঁর স্থলাভিষিক্ত ভাবাও শুরু হয়ে গেছে। তাঁদের একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠ সেন্টারস ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড সার্ভিসেসের প্রধান সীমা ভার্মা। অন্যজন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার চিকিৎসক স্কট গটলিয়েব।