কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা আ ’লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী সনাতন ধর্মলম্বীদের দুর্গাপূজার নবমীতে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেনে। শুক্রবার বিকেল থেকে রাতভর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শ্যামনগর উপজেলার চন্ডিপুর, ইছাকুড় হাট খোলা সার্বজনীন পূজা মণ্ডপ, নকিপুর সার্বজনীন পূজা মণ্ডপ, পশ্চিম আটুলিয়া সার্বজনীন পূজা মণ্ডপ, দক্ষিণ পশ্চিম আটুলিয়া সার্বজনীন পূজা মণ্ডপ, নওয়াবেঁকী বড় কুপট সার্বজনীন পূজা মণ্ডপ, দক্ষিণ বড় কুপট সার্বজনীন পূজা মণ্ডপ, আড়পাংগাশিয়া সার্বজনীন পূজা মণ্ডপ, আড়পাংগাশিয়া পি.এন.হাইস্কুল সার্বজনীন পূজা মণ্ডপ, আড়পাংগাশিয়া মিস্ত্রী ভবন সার্বজনীন পূজা মণ্ডপসহ শ্যামনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পূজা মণ্ডপ পরিদর্শকালে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা তার সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন। শনিবার বিকালে কালিগঞ্জ উপজেলার ১১১টি দেবদেবী মূর্তি দ্বারা আকর্ষণীয় মৌতলার পরমানন্দকাটী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, গোবিন্দকাটী সার্বজনীন দুর্গা পূজা ম-পসহ বেশ কয়েটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এদিকে উপজেলা আওয়ামীলীগে সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান দলীয় নেতাকর্মীদের বহর নিয়ে উপজেলার ১২ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে ঘুরে পুরিদর্শন করেন ও মন্দির কমিটির লোকজনদের সাথে কুশাল বিনিময় করেন।