আশাশুনি

হান্নানের বিরুদ্ধে আশাশুনি রিপোটার্স ক্লাবে সংবাদ সম্মেলন

By daily satkhira

October 11, 2016

বুধহাটা প্রতিনিধি :আশাশুনি রিপোটার্স ক্লাবে উপজেলার বুধহাটা ইউনিয়নের বাউশুলী গ্রামের আব্দুল গণি সরদারের পুত্র আব্দুল হান্নানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দক্ষিণ চাপড়া গ্রামের আব্দুল গণি সরদারের পুত্র এস এম আকবার হোসেন বলেন, বেশ কিছু দিন আগে বাউশুলী গ্রামের শান্তি রঞ্জন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। যে রাতে তার মৃত্যু হয় সেই রাতে তার বাড়িতে ঐ ব্যক্তি (শান্তি রঞ্জন) ছাড়া পরিবারের অন্য কোন সদস্য ছিল না। এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু কি না এটাকে কেন্দ্র করে আব্দুল হান্নানকে জড়িয়ে এলাকায় গুনজন সৃষ্টি  হলে পুলিশ এসে লাশ ময়না তদন্তে পাঠায়। এই মৃত্যুতে বাউশুলী গ্রামের আব্দুল হান্নানের হাত থাকতে পারে এলাকায় এমন গুনজন ওঠায় সে (আব্দুল হান্নান) প্রকাশ্য আমাকে (আকবার হোসেন), একই গ্রামের আনোয়ার হোসেন সরদারের পুত্র আবু জাহিদ সোহাগ এবং মৃত আজিমুদ্দীন সরদারের পুত্র মহিউদ্দীন আহম্মেদ কে অকথ্য ভাষায় গালী গালাজ ও ভয় ভীতি দেখায়। পরবর্তীতে ঐ মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আব্দুল হান্নানের পাওনা টাকা ফেরৎ পেতে বাধা দিচ্ছে এমনটি প্রচার করে সাবেক চেয়ারম্যান আবুল হাসেমসহ আমাকে (আকবার হোসেন) ভয় ভীতি প্রদান করে। এমন কি আব্দুল হান্নান আবু জাহিদ সোহাগকে বিষয়টি নিয়ে ফোনে বিভিন্ন ভাবে হুমকী দেয়। ব্যাপারটি নিয়ে উল্লেখিত ব্যক্তিরা ও আমিসহ এলাকার বহু মানুষ আঙ্কংকে জীবন যাপন করছে। কারন এই সেই হান্নান যার বিরুদ্ধে উপজেলা ব্যাপী নানা অপকর্মের অভিযোগ করেছে। সে এক জন সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত। সে (আব্দুল হান্নান) রাতের আধারে বিভিন্ন মৎস্য ঘের থেকে অস্ত্র দেখিয়ে মাছ চুরি করে থাকে। হান্নানের হাত থেকে জীবন বাঁচাতে এবং এলাকায় স্বাভাবিক জীবন যাপন করতে প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।