কলারোয়া

কু-প্রস্তাবে রাজী না হওয়ায় কলারোয়ায় দুই মহিলাকে হত্যার চেষ্টা

By daily satkhira

October 11, 2016

কলারোয়া প্রতিনিধি: বখাটেদের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় কলারোয়ায় দুই মহিলাকে বেদম মারপিট করে জখম ও প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়াগেছে। কলারোয়া উপজেলার ব্রজবাকসা গ্রামে এ ঘটনা ঘটেছে। বর্তমানে জখমপ্রাপ্ত দুই মহিলা কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, উপজেলার ব্রজবাকসা গ্রামের মৃত, নজরুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন (৩০) ও তাদের স্বজন বজলু সরদারের স্ত্রী সেলিনা (৩৫)। গতকাল সরজমিনে কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রোজিনা ও সেলিনার সাথে কথা বলে জানাযায়, তাদের প্রতিবেশী স্থানীয় বখাটে বিল্লাল হোসেন, মুক্তি, কবিরুল ইসলাম, রুস্তম আলী, লিটন হেসেন ও মুনছুর আলী দীর্ঘদিন তাদের কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু তারা এ প্রস্তাবে রাজী না হয়ে বরং এর বিরুদ্ধে প্রতিবাদ করে। পরে তারা ঘটনাটি স্থানীয় প্রতিবেশীদের জানায়। এ ঘটনায় ঔ বখাটেরা ক্ষিপ্ত হয়ে তাদেরকে তাদেরকে প্রান নাশের জন্য খুজতে থাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর জখমপ্রাপ্ত সেলিনা অশ্র“ কন্ঠে বলেন, সোমবার সন্ধ্যায় বখাটে বিল্লাল ও মুনছুর তাদের বাড়ীতে এসে রোজিনাকে খুজতে থাকে। এ সময় রোজিনা ও সেলিনা নিজ বাড়িতে বসে গল্প করছিলো। পরে দুই বখাটে বিল্লাল ও মুনছুর জোর পূর্বক তাদের ঘরে ঢুকে দরজা বন্ধ করার চেষ্টা করলে তারা দুই জনে বাধা দেয়। এক পর্যায়ে নিজেদের সম্ভ্রম বাচাতে সেলিনা দুই বখাটে বিল্লাল ও মুনছুরকে জুতা দিয়ে আঘাত করে। এ ঘটনার পর বখাটে বিল্লাল ও মুনছুর ক্ষিপ্ত হয়ে তাদের কাছে থাকা বাঁশের লাঠি দিয়ে এলাপাতাড়ি মারপিট শুরু করে। পরে তারা গুরুতর জখম হলে বখাটেরা তাদেরকে ধর্ষন করার চেষ্টা করে। পরে এ ঘটনার সাথে তাদের সহপাটি মুক্তি, কবির, রুস্তম, লিটন ও মুনছুর ঘটনাস্থলে এসে তারাও সেলিনা ও রোজিনা তাদের সাথে যোগ দিয়ে লাঠি দিয়ে মারপিটসহ  গোপনাঙ্গ থেঁতলে দেয় তারা। এক পর্যায়ে তারা সজ্ঞাহীন হয়ে পড়লে বখাটেরা তাদের উপর শরিরীক নির্যাতন চালায়। এক পর্যায়ে মৃত ভেবে ঘরের মধ্যে ফেলে বখাটে সন্ত্রাসীরা চলে যায়। এ ঘটনার তার সেলিনার ভাই বাড়িতে এসে এ ঘটনা দেখে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করে কলারোয়া হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথে সন্ত্রাসী বখাটে বিল্লাল, মুনছুর, মুক্তি, কবির, রুস্তম, লিটনসহ কয়েকজন তাদের গতিরোধ করে হাসপাতালে নিয়ে যেতে দেয়নি। তিনি আরো বলেন, সকালে তাদের পরিস্থিতির অবনতি হলে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে ব্রজবাকসা গ্রামের আব্দুল আজীজের ছেলে সন্ত্রাসী বিল্লাল হোসেন ও এলাকার (ঘরজামাই) মুনছুর আলীর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সেলিনা ও রোজিনা নষ্ট চরিত্রের। তারা এলাকার পরিবেশ নষ্ট্ করছে। সে জন্য তাদেরকে মারপিট করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ জানান, এ বিষয়ে তিনি কিছুই জানে না তিনি আরো বলেন, এ ঘটনায় তারা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।