জাতীয়

রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘ ও ইউনিসেফের ২ কর্মকর্তা

By Daily Satkhira

October 02, 2017

মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক বিপর্যয় দেখতে ৩ দিনের সফরে সোমবার (২ অক্টোবর) ঢাকা আসছেন জাতিসংঘের মানবিক এবং জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারি আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক। ইউনিসেফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়।

সফরকালে তারা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন এবং ৩ অক্টোবর জেলা শহরের ওসান প্যারাডাইস হোটেলে দুপুর ২টায় সাংবাদ সম্মেলন করবেন।

গত আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনীর পরিকল্পিত হত্যা ও ধ্বংসযজ্ঞে প্রাণ ভয়ে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে ৬০ শতাংশ নারী ও শিশু। জাতিসংঘের হিসেব মতে, এ পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।