কলারোয়া

কলারোয়ায় বিজিবি ক্যাম্পে সুইচ ছাড়া জ্বলবে সড়ক বাতি

By Daily Satkhira

October 02, 2017

কলারোয়া ডেস্ক : প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ার সীমান্তের দুটি বিজিবি ক্যাম্পে গ্রাম অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক বাতি প্রদান করেছেন চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। গতকাল রোববার বিকালে এই সৌর বিদ্যুতের সড়ক বাতি বিতরণ করা হয়। যাহা সুইচ ছাড়া সারা রাত জ্বলবে সড়কে। এসময় উপস্থিত ছিলেন, মাদরা বিওপির কমান্ডার সুবেদার জালালউদ্দিন, হিজলদী ক্যাম্পের নায়েব সুবেদার ওমর ফারুক, হাবিলদার মোখলেছুর রহমান, এমএকেএস সৌর বিদ্যুৎ কোম্পানীর এফএস শ্রী সজল কুমার, আইএনজি কওসার আলী, গ্রাম অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সভাপতি শাহিনুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, সদস্য সুমন গাজী, সাংবাদিক এসএম ফারুক হোসেন প্রমুখ। উল্লেখ্য-৮৫ মেগা ওয়ার্ডের ওই সোলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী বিজিবি ক্যাম্প, চান্দুড়িয়া বিজিবি ক্যাম্প, হিজলদী বাজার, সুলতানপুর বাজার, নাথপুর তিন বটতলার মোড়, গয়ড়া চৌরাস্তার মোড়,রামভদ্রপুর প্রাইমারী স্কুলে একটি করে সৌর বিদ্যুতের বাতি প্রদান করা হয়েছে।