আশাশুনি

আশাশুনির ১০১ টি পুজা মণ্ডপের মধ্যে ৪ টি বিসর্জন

By daily satkhira

October 11, 2016

বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১০১টি পুজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হলেও মঙ্গলবার বিজয়া দশমীর দিনে ৪টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বাকীগুলো আজ (বুধবার) বিসর্জন দেওয়া হবে। বিপুল উৎসাহ ও উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ৭ অক্টোবর দুর্গোৎসব শুরু হয়। নানান আচার ও অনুষ্ঠানের মধ্যদিয়ে ৫দিন ব্যাপী দুর্গাদেবীর পুজা শেষে গতকাল ছিল বিজয় দশমী। পূজা-অর্চনার পাশাপাশি নৌকা বাইচ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছিল নানান অনুষ্ঠান। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের জন্য সরকারিভাবে নির্দেশনা থাকলেও নানান জটিলতা ও বাধ্যবাধকতার কারণে গতকাল আশাশুনিতে মাত্র ৪টি স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। এ ৪টি মন্ডপ হলো, আশাশুনি সদর, কাদাকাটি ইউনিয়নের ঝিকরা, শোভনালী ইউনিয়নের বদলতলা ও কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা সার্বজনীন পুজা মন্দির। বাকীগুলো আজ বিসর্জন দেওয়া হবে। বিশেষ করে কাদাকাটির টেংরাখালী, বড়দলের বুড়িয়ায় বিশাল আড়ম মেলার মাধ্যমে প্রতি বছরের ন্যায় এবারও বিসর্জন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে গতরাত্রে ১২টার পর থেকে পুলিশ, আনসার-ভিডিপি দায়িত্ব পালন শেষ করেছে। গতকাল যারা প্রতিমা বিসর্জন দেয়নি তারা নিজস্ব দায়িত্বে নিরাপত্তাবিধান করবে।