তালা প্রতিনিধি : প্রতিবছরের ন্যায় এবারও তালা উপজেলা খেশরা ইউনিয়নে পাকুড়িয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে কপোতাক্ষ মৎস্য সমবায় সমিতির উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। হাজারো দর্শনার্থী নৌকা বাইচ দেখার জন্য পাকুড়িয়া নদীর দু’পাড়ে ভীড় করে। নারী, পুরুষ ও শিশুরা প্রতিযোগিতা উপভোগ করে। এ বার নৌকা বাইচে একাধিক দল অংশগ্রহণ করে। কপোতাক্ষ মৎস্য সমবায় সমিতির সভাপতি ও ইউপি মেম্বর সামছুর হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা- ১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু। এসময় উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, নগরঘাটা ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস,এ লিয়াকত হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, সাবেক উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, তেতুঁলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।