সাহিত্য

সাতক্ষীরায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি

By Daily Satkhira

October 02, 2017

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। আবু আফ্ফান রোজবাবুকে সভাপতি এবং শামীমা পারভীরতœাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করেছে কেন্দ্র। উল্লেখ্য, ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলা শাখার প্রতিনিধি সভা গত ১৭ সেপ্টেম্বর ২০১৭ সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি পলটু বাসার ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে গঠিত কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা ও নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। সভায় বিগত ২০ বছরে স্বল্প পরিসরেন বিভিন্ন অনুষ্ঠান, মানববন্ধন, সময়ের দাবিতে তাৎক্ষণিক বিভিন্ন অনুষ্ঠান ও জাতীয় পর্যায়ের সম্মেলনে সফলতার সঙ্গে অংশগ্রহণের জন্য বিগত কার্যনির্বাহী কমিটিকে উপস্থিত সকলে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিগত কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পূর্বে কমিটির কয়েকজন সহ-সভাপতি, বিভাগীয় সম্পাদক ও নির্বাহী সদস্যকে স্ব স্ব অবস্থানে রেখে নতুন কমিটির খসড়া প্রস্তাবনা উত্থাপন করেন। তারপর প্রায় ঘন্টা যাবৎ আলোচনা সাপেক্ষে সর্ব-সম্মতিক্রমে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি বরাবর প্রস্তাবনার জন্য এই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হয়। গত ২৩ সেপ্টেম্বর ২০১৭ সকাল ১০টায় ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও যশোর জেলা কমিটির ব্যবস্থাপনায় যশোর শিল্পকলা একাডেমিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদকের (জাতীয় পর্ষদ) উপস্থিতিতে ‘খুলনা বিভাগীয় সাংস্কৃতিক কর্মী সম্মেলন – ২০১৭’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সাতক্ষীরা জোটের প্রস্তাবিত নতুন কমিটির ৯ জন সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন। সম্মেলন শুরুর আগেই সাতক্ষীরা জেলার প্রস্তাবিত কমিটি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি ঝুনা চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক (জাতীয় পর্ষদ) সেলিম শামসুল হুদা চৌধুরীর মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয়ের কাছে প্রেরণ করা হয়। তিনি পর্যালোচনা সাপেক্ষে ২৫ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন প্রদান করেন। ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’ সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সভাপতি আবু আফ্ফান রোজবাবু, সহ-সভাপতি তৃপ্তিমোহন মল্লিক, শহীদুর রহমান, নাসরীন খান লিপি, সাধারণ সম্পাদক শামীমা পারভীন রতœা, সহ-সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন, অর্থ সম্পাদক কাজী মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক নাহিদা পারভীন পান্না, সাংস্কৃতিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নাট্য সম্পাদক শামীম পারভেজ, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, সমাজ কল্যাণ সম্পাদক শরীফুল্লাহ কায়সার সুমন, দপ্তর সম্পাদক নয়ন কুমার, নির্বাহী সদস্য পলটু বাসার, এড. আবুল কালাম আজাদ, মনজুরুল হক, শেখ আব্দুল ওয়াহেদ, শেখ সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন, বরুণ ব্যানার্জী, আখতারুজ্জামান কাজল, দিলরুবা রোজ, শেখ আমিনুর রহমান কাজল, সায়েম ফেরদৌস মিতুল, মনিরুল ইসলাম। নির্বাহী কমিটির পরিচিতি ও কার্যনির্ধারণী প্রথম সভা ২৭ সেপ্টেম্বর ‘খেরো বাড়ি’ পলাশপোলে অনুষ্ঠিত হয়। সভায় বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী চেতনায় বিশ্বাসী জেলার সকল সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভূক্তকরণ ও বিজয়ের মাসে কেন্দ্রীয় কমিটির উপস্থিতিতে অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহিত হয়।