আশাশুনি

কুল্যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

By daily satkhira

October 11, 2016

বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় মহিষাডাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বড় ভাই প্রণব সরকার পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। শিক্ষক চিত্তরঞ্জন বিশ্বাস এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার দীপ, প্রভাষক হিরোলাল বিশ্বাস, অভিনেতা প্রভাষ সরকার প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় মহিষাডাঙ্গা নৌকাবাইচ দল, সোনাবাদাল নৌকাবাইচ দল, কুলপোতা নৌকাবাইচ দল ও ষষ্টগ্রাম নৌকাবাইচ দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় কুলপোতা নৌকাবাইচ দল প্রথম, মহিষাডাঙ্গা নৌকাবাইচ দল ২য় এবং সোনাবাদাল নৌকাবাইচ দল ৩য় হয়। বাইচ প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দসহ হাজার হাজার দর্শক মনমুগ্ধের মত নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।