আসাদুজ্জামান : অবৈধ পথে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার হিজলদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন, মো. পারভেজ মিয়া (২০), সাইফুল ইসলাম (২৭), মোছাঃ শুকতারা বিবি (১৯), সেলিম আহমেদ (২৮), আসমা খাতুন (২৩), জাকির হোসেন (২), ও মরিয়ম (৮ মাস)। আটককৃতদের সবারই বাড়ি মায়নমারের মংডু জেলার বড়সিকদারপাড়া ও ধৌনসিলপাড়া গ্রামে। কলারোয়া হিজলদী বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ওমর ফারুখ জানান, হিজলদী বাজারে সাত রোহিঙ্গা ঘুরাঘুরি করার সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের নাম পরিচয় জিজ্ঞাসা করলে তার মিয়ানমারের নাগরিক বলে জানান। তারা কাজের সন্ধানে অবৈধ পথে সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। তিনি আরো জানান, আটককৃত রোহিঙ্গাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।