আন্তর্জাতিক

চিপসের প্যাকেটে থাকা খেলনা গিলে ফেলায় শিশুর মৃত্যু

By Daily Satkhira

October 03, 2017

দূর্গা পূজা দেখে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন মুম্বাইয়ের উত্তরাঞ্চলীয় এলাকা কান্দিভালির বাসিন্দা বির্জু। পথেই চার বছরের ছেলে পীযুষ চিপস কিনে দেয়ার বায়না করে। ছেলের ইচ্ছে পূরণ করতে গিয়ে ছেলেকেই হারিয়ে ফেললেন বাবা। চিপসে পাওয়া ফ্রি খেলনা গলায় আটকে চিরজীবনের জন্য পৃথিবী ছেড়েছে পীযুষ। বেঁচে থাকলে আগামী ডিসেম্বরে পাঁচ বছর পূর্ণ হতো তার।

বাবা অনেক চেষ্টা করেছিলেন ছেলের গলায় আটকে থাকা খেলনাটি বের করে নিয়ে আসতে। বির্জু বলেন, ‘১০ মিনিটের জন্য ছেলের কাছে ছিলাম না। এর মধ্যেই এ ঘটনা ঘটে। চিপস আটকে যাওয়াও ও আর কথাই বলতে পারেনি। ‘

সুবিধা করতে না পারায় নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু দূর্গা পূজা থাকায় পথে জ্যামেও পড়তে হয়েছিল। বির্জু বলেন, নিকটবর্তী হাসপাতাল ছিল ৩ কিলোমিটার দূরে। ওকে নিয়ে দৌড়ে দৌড়ে গেছি। ২০ মিনিটেই পৌঁছেছিলাম। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। ‘

চিকিৎসকরা জানান, ‘খেলনার গলায় আটক থাকায় ফুসফুসে বাতাস ঢুকতে পারেনি। তাই মারা গেছে ছোট্ট পীযূষ। ঘটনার ৫/১০ মিনিটের মধ্যে নিয়ে আসলে হয়তো বাঁচানে যেত তাকে। ‘ সূত্র: হিন্দুস্থান টাইমস