কালিগঞ্জ

কালিগঞ্জে কাঁকশিয়ালী নদী তীরে হবে মুক্তিযোদ্ধা ইর্কোপার্ক

By Daily Satkhira

October 03, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা সদরের উপর দিয়ে প্রবাহিত কাঁকশিয়ালী ও যমুনা নদীর পলিতটের মোহনায় মুক্তিযোদ্ধা ইর্কো পার্ক তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন। ইতিমধ্যে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নুর আহমেদ মাছুম, কালিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ সোহরাওয়ার্দী পার্ক সংলগ্ম যমুনা নদীর অববাহিকায় মুক্তিযোদ্ধা ইর্কো পার্ক তৈরির জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান এ প্রতিনিধিকে জানান, মুক্তিযোদ্ধা ইর্কো পার্কটি কাঁকশিয়ালী নদীর গাঁ ঘেঁষে বালি ও মাটি দিয়ে ভরাটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পার্কটি দৃষ্টিনন্দন কারার জন্য নদীর পাশে ঝুলান্ত ব্রিজ, নৌকা ভ্রমণের জন্য সিড়ির ব্যবস্থা করা হবে। এছাড়া পার্কের মধ্যে দর্শনার্থীদের বসার জন্য ছোট ছোট একাধিক গোলঘর, ফুলের টব, লাইটিংয়ের ব্যবস্থা থাকবে। সকাল ও বিকালে পার্কের মধ্যে শরীর চর্চার জন্য রাস্তা নির্মাণ করা হবে। স্টিলের গ্রীল দিয়ে পার্কের চারি-পাশে বেস্টনী থাববে। এছাড়া দর্শনার্থী ও ভ্রমণ পিপাষুদের জন্য থাকবে খাওয়ার ক্যান্টিন ও নৌকা ভ্রমণের ব্যবস্থা। সব মিলিয়ে এলাকার মানুষেসহ দুর-দুরান্ত আশা ভ্রমণ পিপাষুদের চিত্ত বিনোদন ও ভ্রমণের জন্য একটি মনোমুগ্ধকর বিনোদন মুলক ইর্কো পার্ক তৈরি করা হবে। ৮ থেকে ৮০ সকল শ্রেণি পেশার মানুষের মিলন মেলা বসবে এই পার্কে। ইতিমধ্যে কাঁকশিয়ালী নদীর সামনে জেলা পরিষদের ডাক বাংলা থেকে কালিগঞ্জ প্রেসক্লাব কর্নার পর্যন্ত মুক্তিযোদ্ধা ইর্কো পার্কটি নিমার্ণের মহা পরিকল্পনা গ্রহণ করেছে। বিষয়টি জেলা প্রশাসক গুরুত্বের সাথে দেখার জন্য নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তবে কালিগঞ্জ প্রাণ কেন্দ্রে কাঁকশিয়ালী ও যমুনা নদীর মোহনায় অবস্থিত এই পার্কটি তৈরি হলে উপজেলার শ্রীবৃদ্ধি ঘটবে।