আন্তর্জাতিক

ইতালিতে মিয়ানমারের গণহত্যা বিরোধী বিক্ষোভ ও সমাবেশ

By Daily Satkhira

October 04, 2017

ইতালির ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা মিয়ানমারের গণহত্যা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে কম্যুনিটির বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের প্রবাসীরা অংশগ্রহণ করেন।

ভেনিস বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সংগঠনের ব্যানারসহ যোগ দেন ভেনিসের বাংলাদেশ এসোসিয়েশন, শরিয়তপুর জেলা সমিতি এবং শরিয়তপুর সমিতি। এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

ভেনিসের মেসত্রের ট্রেন স্টেশনের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শহরের প্রাণ কেন্দ্র পিয়াচ্ছা ফেরেত্তোয় গিয়ে শেষ হয়। সেখানে বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মিয়ানমারের সরকার সে দেশের আরাকান প্রদেশে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে গণহত্যা অব্যাহত রেখেছে। অথচ ইতালিসহ ইউরোপের অধিকাংশ দেশ চোখ বন্ধ করে আছে। তারা এ বিষয়ে কিছুই বলছে না। বরং রাশিয়া, চীন এবং ভারত সরাসরি গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছে, যা ইতিহাসে এক জঘন্যতম অধ্যায় হিসাবে লিপিবদ্ধ থাকবে।

বক্তারা ইতালিয় সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, অবিলম্বে গণহত্যা বন্ধ করে রোহিঙ্গাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে। প্রয়োজনে তাদের উপর সেনা অবরোধ জারি করতে করতে হবে। বাংলাদেশে অবস্থান করা সকল রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে ফিরিয়ে নিতে হবে।

নগরীর অন্যতম প্রধান সড়ক ভিয়া পিয়াভে জুড়ে বিক্ষোভ মিছিলের সময় গোটা শহর জুড়ে যানজট লেগে যায়। এ সময় রাস্তার দু’পাশে দাড়িয়ে বিপুল সংখ্যক ইতালিয়ান এবং অন্যান্য দেশের নাগরিকরা হাত নেড়ে মিছিলকারীদের প্রতি সমর্থন জানান। বিক্ষোভ মিলিলের নেতৃত্ব দেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কম্যুনিটির অন্যান্য নেতৃবৃন্দ।