আন্তর্জাতিক

পরমাণু অস্ত্রে জাপানকে ধ্বংস করার হুমকি উত্তর কোরিয়ার

By Daily Satkhira

October 04, 2017

জাপানকে পরমাণু অস্ত্র দিয়েই ধ্বংস করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কিমের সাম্রাজ্যকে চাপের মুখে ফেলার প্রচেষ্টাতেই মঙ্গলবার কড়া বার্তা স্বরূপ এই হুমকি এসেছে বলে মনে করছে অনেকে৷উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা কেসিএনএ-এর বক্তব্য অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গত মাসে জাতিসংঘের মহাসম্মেলনে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র পরীক্ষার বিষয়ে পিছিয়ে আসার জন্য চাপ দেয়৷

গত অাগস্ট মাসের শেষের দিকেই জাপানের দিকে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে উত্তর কোরিয়া৷ যা জাপান অতিক্রম করে চলে যায়৷দক্ষিণ কোরিয় প্রশাসনের J-Alert warning system-এ ধরা পড়ে উত্তর কোরিয়ার এই মিসাইলটি৷ যদিও জাপানের কোন ক্ষতি হয়নি৷ দেখতে গেলে পুরো বছর ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গেছে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন৷ জাতিসংঘ, আমেরিকাসহ বিশ্বের একাধিক দেশের বিরোধিতা সত্ত্বেও কোন গ্রাহ্য করেনি তারা৷

তাই, কিমকে বার্তা দিয়ে দেশের উত্তরাংশে বাড়তি মিসাইল সিস্টেম বসায় জাপান৷জানা গেছে, দক্ষিণে হোক্কাইডো দ্বীপে বসান হয়েছে এই বাড়তি মিসাইল সিস্টেম৷ PAC-3 Ground Self-Defence Force ব্যবহার করা হচ্ছে হোক্কাইডোর এই অংশে৷ অন্য অংশে ব্যবহার করা হয়েছে Patriot Advanced Capability-3 মিসাইল সিস্টেম৷

উত্তর কোরিয়ার পরমাণু বিস্ফোরণ কর্মসূচি নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে দুনিয়ার সর্বত্র৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, ষষ্ঠ পরমাণু বিস্ফোরণের মাত্রা গত পরীক্ষার থেকে ৯.৮ গুণ বেশি৷ যা এক মুহূর্তে উড়িয়ে দিতে পারে হিরোশিমা-নাগাসাকিতে নিক্ষেপ করা পরমাণু বোমাকে৷ উত্তর কোরিয়ার ভূখণ্ড থেকে প্রবল কম্পন ছড়িয়ে পড়তেই আশঙ্কিত হয় দক্ষিণ কোরিয়া, জাপানসহ প্রাচ্যের বিভিন্ন দেশ৷