আন্তর্জাতিক

কিউবার ১৫ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

By Daily Satkhira

October 04, 2017

ওয়াশিংটনে কর্মরত কিউবার ১৫ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিযোগ, হাভানায় কর্মরত মার্কিন কূটনীতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কিউবা।

কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, এ সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে কিউবার রাজধানী থেকে অর্ধেকের বেশি কূটনীতিককে প্রত্যাহার করে নেয়।

সম্প্রতি হাভানায় কর্মরত বেশ কয়েকজন কূটনীতিক অসুস্থ হয়ে পড়েন, যার কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুসারে কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও যথাযথ উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে কিউবা। এ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ আদেশ উভয় দেশের আমাদের কূটনৈতিক কার্যক্রম সমতা আনবে।’ কিউবার কূটনীতিকদের দেশ ছাড়তে সাতদিন সময় দিয়েছে যুক্তরাষ্ট্র।

কিউবায় কর্মরত অন্তত ২১ জন মার্কিন কর্মকর্তা মানিসক অসুস্থতা, কানে শুনতে পাওয়া, ঝিম ঝিম ভাব ও বমির কথা জানায়। এর আগে তাদের ওপর তরঙ্গ হামলা করার কথা বলা হয়েছিল। তবে এর কোনো প্রমাণ পাওয়া যায়নি।