মো. বশির আহমেদ : সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীনের নির্দেশে কাদাকাটি ইউনিয়নের তালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সার্কাস খেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বন্ধ করে দিয়েছেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। উল্লেখ্য, মঙ্গলবার সাতক্ষীরার সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ডেইলি সাতক্ষীরা ও বুধবার দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় আশাশুনির কাদাকাটিতে সার্কাসের নামে অশ্লীল নৃত্য ও জুয়ার চলছে মর্মে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি তদন্তপূর্বক জরুরি ব্যবস্থা নিতে নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর ইউএনও সুষমা সুলতানা সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেলা বন্ধ করে দেন। জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা তালবাড়ীয়া স্কুল মাঠে সরেজমিনে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সার্কাস এর নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর ভেঙে গুড়িয়ে দেন। এসময় তিনি বলেন, ‘ডিসি স্যারের নির্দেশক্রমে আমি ও সঙ্গীয় পুলিশ ফোর্স স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে বে-আইনীভাবে সার্কাস খেলায় অশ্লীল নৃত্য ও জুয়ার আসর পরিচালনা হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে তা বন্ধ করে দিই। সেই সাথে এ কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে নোটিস এর মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এসময় ইউএনও অফিস সুপার রায়হান উদ্দীন, আশাশুনি থানা এস আই প্রদীপ কুমার রায়, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার, ইউপি সচিব মনজুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।