আশাশুনি

আশাশুনিতে গ্রাম আদালত পরিচালনা ও সচেতনতা বৃদ্ধিতে সভা

By Daily Satkhira

October 05, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতে মুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইএনডিপি’র জেল্ াফ্যাসিলেটেটর এস এম রাজু জবেদ। প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর অক্ষয় কুমার সরকারের সঞ্চালনায় সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা উপস্থাপন করেন জেলা কো-অর্ডিনেটর সৈয়দা ফরিদা ইয়াসমিন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, এস এম রফিকুল ইসলাম, প্রভাষক মোনায়েম হোসেন, আঃ আলিম মোল্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, ইউপি সচিব আঃ জলিল প্রমুখ। সভায় গ্রাম আদালতকে শক্তিশালী ও কার্যকর ভাবে সচল করতে আদলত সহকারী নিয়োগ, আসবাবপত্র ও এজলাস বিতরণ, সাইনবোর্ড, বিধিমালা মোতাবেক ফরমেট, রেজিস্ট্রার বিতরণ, প্রশিক্ষণ প্রদান, আদালত ব্যবস্থাপনা কমিটি গঠন, মনিটরিং করা, উঠান বৈঠক করা সংক্রান্ত চিত্র তুলে ধরে পর্যালোচনার পাশাপাশি গ্রাম আদালতকে আরও শক্তিশালী ও সমস্যামুক্ত করতে বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।