নূরনগর(শ্যামনগর) প্রতিনিধি : বুধবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার নুরনগর মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ বিরোধী অভিযান চালানো হয়েছে। নুরনগর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি নিজ এই অভিযান চালিয়েছেন বলে জানা গেছে। শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর এর নির্দেশে এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। নুরনগরের মৎস্য আড়ৎ গুলোতে বাগদা চিংড়ীতে কোন প্রকার অপদ্রব পুশ করতে না পারে সে দিকে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় থাকার আহবান জানিয়েছেন। নুরনগর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ডি এম মঈনদ্দীন লাবলুসহ সমিতির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে নুরনগরের বিভিন্ন মাছের আড়ৎ গুলোতে যান এবং পুশ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। তিনি সকল আড়ৎ মালিকদের উদ্দেশ্যে বলেন, কোন আড়ৎ মালিক পুশ করছে এমন প্রমান যদি মেলে তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে। এ বিষয়ে সভাপতি সাংবাদিকদের বলেন, শ্যামনগর উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক হোসেন সাগর এর নির্দেশে এই কার্যক্রম হাতে নিয়েছি, নুরনগরে পুশ বন্ধ করে ছাড়বো ইনশাল্লাহ।