আন্তর্জাতিক

অতিবর্ষণে বিপর্যস্ত মধ্য আমেরিকা, বাড়ছে মৃতের সংখ্যা

By Daily Satkhira

October 05, 2017

মধ্য আমেরিকায় অতিবর্ষণে মৃতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন প্রায় কয়েক লাখ মানুষ। টানা বর্ষণে বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থাও। বন্ধ রয়েছে টেলি যোগাযোগ।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা মৌসুমে পাঁচ মাসের মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবরে বেশি বৃষ্টি হয়। অন্যান্য বছরের তুলনায় চলতি বছর এ সময়ে গড়ে ২৫ থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টি হচ্ছে।

মার্কিন জরুরি বিভাগ জানিছে, বৃষ্টিপাতে সবচেয়ে প্রাণহানি হয়েছে হন্ডুরাসে। অতিবৃষ্টির কারণে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুয়েতেমালায় ২৬ জন প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় তিন লাখ মানুষ। ছয় হাজার মানুষকে অন্যত্র পাঠানো হয়েছে। ১১০টি সড়ক ও ১৪টি সেতু এবং চার হাজার বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে।

গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মরালেস জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারির চিন্তা-ভাবনা চলছে। এল সালভাদরে প্রাকৃতিক এই দুর্যোগে ছয়জনের মৃত্যু ঘটেছে। নিকারাগুয়ার রাজধানীসহ বিভিন্ন শহরের ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।