আশাশুনি

আশাশুনি রিভারভিউ কেওড়া পার্কে তালবীজ বপন করলেন ইউএনও

By Daily Satkhira

October 05, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনির চাপড়া রিভারভিউ কেওড়া পার্কে তালবীজ বপনের উদ্বোধন করা হয়েছে। বজ্রপাত হতে সুরক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ত্রানমন্ত্রনালয়াধীন কাবিটা/ টিআর/ ইজিপিপি নির্মিত রাস্তাসহ বিভিন্ন সড়কের দু’পাশে তালবীজ বপনের অংশ হিসাবে পার্কের মধ্যের রাস্তায় তালবীজ বপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে তালবীজ বপন উদ্বোধন কালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা আ’লীগ নেতা এস এম রফিকুল ইসলাম মোল্লা, কৃষকলীগ আহবায়ক সম সেলিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, কৃষি অফিসার সামিউর রহমান, আশাশুনি রিপোটার্স ক্লাব সভাপতি মোস্তাফিুর রহমান, সাংগঠনিক শেখ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে প্রত্যেককে ৫টি করে তালবীজ বপনের পরামর্শ দেন।