ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক মাসও বাকি নেই। ডোনাল্ড ট্রাম্প এখন কার্যত যেন আর রিপাবলিকান পার্টির প্রার্থী নন। তিনি যেন একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমেরিকা থেকে সংবাদদাতারা এমনটাই বলছেন। নানা বিতর্কের মাঝেই ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি এখন শেকল মুক্ত হয়েছেন। তিনি বলছেন, নির্বাচনে জেতার জন্য ডেমোক্র্যাট নয় বরং তার নিজের দল রিপাবলিকানরাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছে। রিপাবলিকান পার্টির নেতা পল রায়ানের সমর্থন হারানোর পর তাকে দুর্বল ও অকার্যকর একজন নেতা বলে উল্লেখ করার পাশাপাশি তিন জন ম্যাককেইনকেও নোংরা মুখো বলে গালি দিয়েছেন। কিন্তু তাতে ডোনাল্ড ট্রাম্প যেন সমর্থনই হারাচ্ছেন। তার বিরুদ্ধে এমনকি বিক্ষোভও হয়ে গেছে। রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ করছিলেন এমন একজন বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প একজন যৌন শিকারির মতো আচরণ করেন। রিপাবলিকান পার্টি যে বিকৃত দানব তৈরি করেছে তাদের উচিত তার দায়িত্ব নেয়া”। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই নানা মন্তব্যের মাধ্যমে বিতর্কের জন্ম দিচ্ছিলেন। মুসলিমদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়া, মেক্সিকোর সীমান্তে অভিবাসীদের ঠেকাতে দেয়াল তোলার প্রস্তাব, এরকম নানা মন্তব্যের পর সর্বশেষ নারীদের নিয়ে অশালীন মন্তব্যের কারণে গত কয়েকদিনে তিনি যে দল তাকে নমিনেশন দিয়েছে সেই রিপাবলিকান পার্টিরই অনেক বড় নেতার সমর্থন হারিয়েছেন। মতামত জরীপেও দেখা যাচ্ছে তিনি তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছেন।