ফিচার

শেখ হাসিনা বীরত্বের সাথে রোহিঙ্গা সংকট মোকাবিলা করায় বাংলাদেশ আজ প্রশংসিত -কম্বোডিয়ায় এমপি রবি

By Daily Satkhira

October 05, 2017

নিজস্ব প্রতিনিধি : কম্বোডিয়ার রাজধানী নমপেন এ এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ০১ অক্টোবর থেকে ০৪ দিন ব্যাপি এ বৈঠকে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বে¡ এই প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন সংসদ সদস্য জুয়েল আরেং। বাংলাদেশের তিন সদস্যের এ প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করে কর্মশালায় বক্তব্য রাখেন। মায়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতনের বিষয় তুলে ধরে তিনি বলেছেন, জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাড়িয়ে মানবতাবাদী নেতার পরিচয় দিলেন। বিশ^ শান্তিতে জননেত্রী শেখ হাসিনা নোবেল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বৈঠকের আলোচনায় ২১টি দেশের সদস্যরা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুত্বের সাথে রোহিঙ্গা সংকট মোকাবিলা করায় মানবতার নিদর্শণ হিসেবে বাংলাদেশকে প্রশংসা করেন। বৈঠকে তিনি পুনরায় রোহিঙ্গা সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দেশগুলির সহয়তার বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি কর্মশালায় ‘এশিয়া মহাদেেশর সাংস্কৃতিক বৈচিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বয়, স্বাস্থ্যখাতে সহযোগতিা, এশিয়ার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও জোরদার করার বিষয়টি তুলে ধরেন এবং শান্তিভিত্তিক ন্যায়বিচার ও পার্লামেন্টগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। তিনি রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক ও টেকসই উন্নয়ন, জ¦ালানি, আন্ত:সম্পর্কের সংলাপ, জনগণের সাথে যোগাযোগ, সাধারণ আইন এবং এশিয়ান শিল্পীদের জন্য পুরস্কার প্রদানের আহ্বান জানান। বৈঠকের আলোচনায় গত এপ্রিলে অনুষ্ঠিত বাংলাদেশে সফল আইপিইউ সম্মেলনের সফলতা ও আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলনের প্রস্তুতি তুলে ধরেন এমপি রবি। ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১টা ৩০মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে থাই এয়ারলাইন্সযোগে যাত্রা করেন। এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রতিনিধি দলকে বিদায় জানান। গত ০১ অক্টোবর থেকে ০৪ অক্টোবর কম্বোডিয়ার রাজধানী নমপেন এ চার দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনি ০৪ অক্টোবর মালেশিয়া যাবেন এবং ০৭ অক্টোবর সরকারি সফর শেষে তিনি বাংলাদেশে ফিরবেন। কম্বোডিয়ার রাজধানী নমপেন এ এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বৈঠকে ২১টি দেশের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।