আশাশুনি

আশাশুনিতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

By Daily Satkhira

October 05, 2017

আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ রুমে কৃষি অফিসার সামিউর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীপক কুমার মল্লিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাংগির আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা আপিপুর হক, উপজেলা আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্লা, কৃষকলীগ আহবায়ক সম সেলিম রেজা, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপ-সহকারী কৃষিকর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ। আলোচনা শেষে রবি ২০১৭-১৮ অর্থ-বছরে ভূট্টা, সরিষা, গ্রীষ্মকালীন মুগ, ও বিটি বেগুন ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। বিভিন্ন এলাকার মোট ১শ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে বারি সরিষা-১৪, ডিএপি ২০ কেজি ও এওপি ১০ কেজি করে প্রদান করা হয়।