আবার হতাশ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঘরের মাঠে অতিথি আফগানিস্তান যুব দলের কাছে এবার তারা শুধু হারেইনি, সিরিজও হাতছাড়া করেছে স্বাগতিক দলটি। আজ শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ যুব দল হেরেছে ৩৩ রানে। এই হারে তারা সিরিজ হেরেছে ৩-১ ব্যবধানে।
ম্যাচে আফগান যুব দল প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানের লক্ষ্য বেঁধে দেয় বাংলাদেশ দলটির সামনে। সফরকারী দলটির পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন ইব্রাহিম। রাসুল ৭৫ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।
বাংলাদেশের পক্ষে নাঈম হাসান ৩৮ রানে দুই উইকেট নেন। আফিফ ও মাহমুদ পান একটি করে উইকেট।
এই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৪৮.২ ওভারে ২০৬ রানে ইনিংস গুটিয়ে নেয়। তৌহিদ হৃদয় ৯৩ রানের দারুণ একটি ইনিংস খেলেও দলের হার এড়াতে পারেনি। আর সাইফ হাসান করেন ২৮ রান।
ওয়াফাদার ৫২ রানে চারটি ও কামাওয়াল ৩৬ রানে তিন উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামান।
অবশ্য সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালোই। প্রথম ম্যাচে তারা সহজেই জয় তুলে নিয়েছিল। অবশ্য দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। এরপর টানা তিন ম্যাচ হেরে স্বাগতিকরা সিরিজ হাতছাড়া করে।