সাতক্ষীরা

মাধবকাটি বাজার কমিটির সভাপতি ও সেক্রেটারি’র স্বাক্ষর জালিয়াতি!

By Daily Satkhira

October 06, 2017

ঝাউডাঙ্গা প্রতিনিধি : সদর উপজেলার মাধবকাটি বাজারে সেলুন সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। সরেজমিনে মাধবকাটি বাজারের বিভিন্ন সেলুনে গিয়ে ২০১৭ সালের মূল্য তালিকা সম্বলিত দরপত্র ঝুলানো দেখা যায়। মাধবকাটি বাজারের সেলুন সমিতির সদস্য মো. আজহার আলীর দোকান থেকে জাল স্বাক্ষরকৃত মূল্য তালিকার কপি উদ্ধার করেন মাধবকাটি বাজার কমিটির সভাপতি মো. আবুল খায়ের বিশ্বাস। তিনি দৈনিক আজকের সাতক্ষীরা’কে জানান, সেলুন সমিতির মূল্য তালিকার কপিতে যে স্বাক্ষর করা হয়েছে তা আমার নয়। সেলুন সমিতির নেতৃবৃন্দ আমার ও সেক্রেটারির স্বাক্ষর জালিয়াতি করেছে। যা শাস্তিযোগ্য অপরাধ। ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও মাধবকাটি বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির লিটু জানান, স্বাক্ষর জালিয়াতির বিষয়টি তিনি শুনেছেন। আগামীকাল সেলুন সমিতির নেতৃবৃন্দকে বাজার কমিটির কার্যালয়ে ডেকে কৈফিয়ত নেয়া হবে। সেলুন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান সানা বলেন, আমি বিষয়টি জানি না, তবে কিছুক্ষণ আগে শুনেছি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সেলুন সমিতির কোষাধ্যক্ষ কালু বলেন, বিষয়টি ভূলক্রমে হয়েছে, ইচ্ছাকৃত ভাবে করা হয়নি। আগামীকালের মধ্যে সব সেলুন থেকে মুল্য তালিকা সরিয়ে পুনরায় সংশাধন করা হবে। মাধবকাটি, ছয়ঘরিয়া, বলাডাঙ্গা, চুপড়িয়া সহ একাধিক গ্রামের জনসাধারণের মাঝে সেলুন সমিতির এরকম মূল্যবৃদ্ধিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে।