আগামী বছর ফেব্রুয়ারিতে মাঠে গড়ানোর কথা পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। হাতে বেশ কিছুদিন সময় বাকি থাকলেও এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজগুলো। এরই মধ্যে বাংলাদেশের দুই তারকাকে দলভুক্ত করছে পিএসএলের দুটি দল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্লাডিয়েডর্স রেখে দিয়েছে মাহমুদউল্লাহকে।
গত আসরে মাহমুদউল্লাহ কোয়েটার হয়ে খেলেছিলেন। সেবার তাঁর পারফরম্যান্স ছিল যথেষ্টই ভালোই। তাই এবারও তাঁকে রেখে দিয়েছে দলটি।
অবশ্য সাকিবকেও রেখে দিয়েছে পেশোয়ার জালমি। তবে সেবার এ দলটির হয়ে খেলা বাংলাদেশি ওপেনার তামিম ইকবালকে এবার অবশ্য ছেড়ে দিয়েছে। তিনি থাকবেন প্লেয়ার্স ড্রাফটে। তামিম গত মৌসুমে পাঁচ ম্যাচ খেলে মাত্র ৯৪ রান করেছিলেন।
মাহমুদউল্লাহ এবার ডায়মন্ড ক্যাটাগরিতে রয়েছেন। সাকিবও একই বিভাগে। দুজনেই পারিশ্রমিক পাবেন ৮০ হাজার ডলার করে।