Exif_JPEG_420

তালা

শিশু পিপাসাকে বাঁচাতে সাহায্যের আবেদন

By Daily Satkhira

October 07, 2017

নিজস্ব প্রতিবেদক : পিপাসা মন্ডল (১০) নামের একটি শিশু জন্মের ৬ মাস পর থেকেই প্রতিবন্ধী। সে সি.পি ও ডেভেলপমেন্টাল ডিলে রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তার চিকিৎসার জন্যে প্রচুর টাকার প্রয়োজন। তার বাবার নাম দেবেন্দ্র নাথ মন্ডল ও মায়ের নাম রিক্তা মন্ডল। দাম্পত্য জীবনে তারা চার সন্তানের জনক-জননী। এর মধ্যে পিপাসা সবার ছোট। পেশায় দেবেন্দ্র মন্ডল একজন শুকর পালক। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা। সমাজের সবচেয়ে নি¤œ বর্ণের এই মানুষটির তার নিজ সংসার খরচ চালিয়ে তার এই পুত্র সন্তানের চিকিৎসা খরচ চালানো তার পক্ষে খুবই দূর্বিসাধ্য। তারপরও তিনি সাতক্ষীরাসহ বিভিন্ন স্থানে তার সন্তানকে চিকিৎসা করিয়েছেন। কিন্তু তার এই রোগের সঠিক কোন চিকিৎসা না পাওয়ায় তিনি তার আদরের সন্তানকে এবার ভারতে নিয়ে ভাল ডাক্তারের কাছে চিকিৎসা সেবা নিতে চান। আর এ জন্য তার অনেক টাকার প্রয়োজন। তাই তিনি শিশু পিপাসা মন্ডলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। তাকে সাহায্য পাঠানোর জন্য ০১৯৬০-৫০৫৪৮৪ নাম্বারে মোবাইল ফোনে যোগাযোগ করুন।