খেলা

টেস্টে মুস্তাফিজুরের অন্যরকম ‘সেঞ্চুরি’!

By Daily Satkhira

October 07, 2017

ব্লুমফন্টেইন টেস্টে বেশ তিক্ত অভিজ্ঞতাই হলো বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো উইকেট না নিয়েই ১০০ রানের বেশি দিলেন তিনি। তাই বলা যায়, অন্যরকম এক ‘সেঞ্চুরি’-এর স্বাদ পেলেন এই পেসার।

ব্লুমফন্টেইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছেন চার প্রোটিয়া ব্যাটসম্যান। তাদের সঙ্গে ‘সেঞ্চুরি’ হয়েছে মুস্তাফিজ, শুভাশিস রায়, রুবেল হোসেন ও তাইজুল ইসলামেরও। এরা প্রত্যেকেই ১০০ রানের বেশি দিয়েছেন। তবে এই তালিকায় মুস্তাফিজুর রহমান এবারই প্রথম। কেননা মুস্তাফিজ বাদে সবারই এর আগে ‘সেঞ্চুরি’র রেকর্ড আছে।

রুবেল পঞ্চমবারের মতো ১০০ এর বেশি রান দিলেন। তাইজুল ২০১৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছিলেন ১৩৫ রান দিয়ে। এ নিয়ে ষষ্ঠবারের মতো ইনিংসে ১০০ রানের বেশি দিলেন বাঁহাতি স্পিনার। আর গত মার্চে গল টেস্টে প্রথম ইনিংসে ১০৩ রান দিয়ে শুভাশিস পেয়েছিলেন ১ উইকেট।