শ্যামনগর

শ্যামনগরে বঙ্গবন্ধু সম্পর্কে রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

By Daily Satkhira

October 08, 2017

শ্যামনগর প্রতিনিধি : আবু জাফর সরদার ফাউন্ডেশন এর আয়োজনে শ্যামনগর উপজেলার গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশ গ্রহনে ‘স্বাধীনতার মহানয়ক, জাতীর জনক শেখ মুুজিবুর রহমানকে জানো’ এ বিষয়ের উপর চরনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু জাফর সরদার ফাউন্ডেশন এর সভাপতি এস এম আবুল বাশার। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্যামনগর উপজেলা শাখার সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখার সাবেক সভানেত্রী মাসুদা খানম (মেধা)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবু জাফর সরদার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এস এম আবুল হাসান, গোবিন্দপুর এ এইচ মাধ্যমিক বিদ্যালয়ের গর্ভানিং বোর্ডির সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, গোবিন্দপুর এ এইচ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শমসের ঢালী, মুক্তিযোদ্ধা শামছুর রহমান, কালিগঞ্জ কলেজের প্রভাষক মোকুন্দ কুমার মন্ডল, আওয়ামী নেতা আব্দুস সবুর মোল্যা প্রমুখ। বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র/ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার হিসেবে ‘‘অসমাপ্ত আতœজীবনী শেখ মুজিবুর রহমান’’ বইটি তুলে দেন অতিথিবৃন্দ।