দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলাকে এ্যাপ্রেনটিচশীপ (শিক্ষানবিশি) প্রোগ্রাম চালু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ০৩.৮০৫.০০.০০.০০.০২১.২১.২০১৭-২৫৪০স্মারক সংখ্যা পত্রের সূত্র অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ জানান, প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্প ২০২১ বাস্তবায়নের অন্যতম বিষয় হল দক্ষ মানব সম্পদ ও কর্মসংস্থান সৃষ্টি। সবার জন্য যথাপোযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করা ও মাথাপিছু আয় বৃদ্ধি করা। রেমিটেন্স বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হল কর্মসংস্থানের জন্য দক্ষতা। যার মধ্যে ঝরে পড়া যুবকদের জন্য এ্যাপ্রেনটিচশীপ (শিক্ষানবিশি) প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা উন্নয়ন একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এটুআই প্রোগ্রামের উদ্যোগে ২০১৬ সালে পাইলট আকারে দেশের ৩০ টি উপজেলায় ইনফরমাল সেক্টরে এ্যাপ্রেনটিচশীপ (শিক্ষানবিশি) প্রোগ্রাম চালু করা হয়। এই প্রোগ্রামের সফলতার ভিত্তিতে চলতি বছরে দেশের ৫০ টি উপজেলার সম্প্রসারনের উদ্যোগে নেয় হয়েছে। ইতোমধ্যে এটুআই প্রোগ্রাম থেকে উপজেলা ভিত্তিক একজন করে কো-অডিনেটর ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদানের জন্য উদ্যোক্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিক ভাবে উপজেলা পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে যার মধ্যে দেবহাটা উপজেলাও রয়েছে। আর এতে উপজেলার বেকারী, কাঠমিস্ত্রী, কাঠের নকশার কাজ, ওয়েল্ডিং, মোটরসাইকেল মেরামত, বিউটি পার্লার, মোবাইল ফোন মেরামত ইত্যাদিতে কর্মক্ষেত্রে খুজে বের করা এবং আগ্রহী ২০টি কর্মক্ষেত চুড়ান্ত ভাবে নির্বাচন করা হয়েছে। এই ২০টি কর্মক্ষেত্রের জন্য ৪০জন এ্যাপ্রেনটিচশীপ(শিক্ষানবিশি)হিসাবে উপজের কাছাকাছি স্বপ্ল শিক্ষিত বা পড়াশুনা সুযোগ পায়নি স্থানীয় বেকার যুবক-যুবতীদের চুড়ান্ত ভাবে নির্বাচন করা হয়েছে। প্রতিটি কর্মক্ষেত্রে ২জন করে শিক্ষানবিশ ৬ মাস ব্যাপী সপ্তাহে হাতে কলমে কাজ শিখছে। পাশাপাশি ৪০ জন শিক্ষানবিশ ২০টি কর্মক্ষেত্রে ২জন করে শিক্ষানবিশ মাসে এক হাজার টাকা ভাতা পাবে। এই ভাতা প্রশিক্ষণকাল ৬ মাসের জন্য। আর এতে ঝড়ে পড়া, সুবিধা বঞ্চিত, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, বেকার-যুবক-যুবতীরা অগ্রাধিকার পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।