খেলা

পাঁচ হাজারের ইতিহাস গড়ে তামিমের বিদায়, ৩০০’র দিকে বাংলাদেশ

By Daily Satkhira

October 12, 2016

স্পোর্টস ডেস্ক: দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবালের ক্যারিয়ারে আরেকটি অর্জনের উচ্ছ্বাস! প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করেছেন তিনি। ক্রিস ওকসকে পুল করে এমন দুর্দান্ত মাইলফলক স্পর্শ করেছেন তামিম। ঘরের মাঠ চট্টগ্রামে দুর্দান্ত অর্জনটা স্পর্শ করার পর তামিম অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। আদিল রশিদের গুগলিতে বিভ্রান্ত হয়ে ক্যাচ দিয়েছেন কাভারে। ৬৮ বলে পাঁচটি চারসহ ৪৫ রান করা তামিম বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছেন ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটিও গড়েছেন মাশরাফির দলের দুই বাঁহাতি ওপেনার। কিন্তু তারপরই বিদায় নিয়েছেন ইমরুল। বেন স্টোকসকে ফ্লিক করতে গিয়ে বদলি ফিল্ডার ডসনকে ক্যাচ দিয়েছেন তিনি। ৫৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪৬ রান করেছেন ইমরুল। এ প্রতিবেদন লেখার সময় ৩১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের স্কোর ১৬৮ রান। ব্যাট করছেন মুশফিক ও সাব্বির। দু’জনেই চমৎকার খেলছেন। ইংল্যান্ডের বিপক্ষে আজকের ৮০ রানই বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি। আগের সেরা জুটিতেও অংশীদার ছিলেন তামিম-ইমরুল। ২০১০ সালে মিরপুরে ৬৩ রানের জুটি গড়েছিলেন দুজনে। এর আগে বাংলাদেশের দলীয় ৫০ রান এসেছিল রাজসিক ভঙ্গিতে। সিরিজে প্রথম খেলতে নামা লিয়াম প্লাংকেটকে কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে দলকে ৫০ রানে পৌঁছে দিয়েছেন ইমরুল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অপরিবর্তিত দল নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। তবে ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন। জেসন রয় ও ডেভিড উইলির জায়গায় এসেছেন স্যাম বিলিংস ও প্লাংকেট। রয় চোটের কারণে বাদ পড়েছেন। উইলি অবশ্য একাদশে জায়গা হারিয়েছেন খারাপ পারফরম্যান্সের কারণে।