ফিচার

মুক্তামণির হাতে গ্রাফটিং শুরু

By Daily Satkhira

October 08, 2017

রক্তনালির টিউমারে আক্রান্ত মুক্তামণির হাতে গ্রাফটিংয়ের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। পা থেকে চামড়া নিয়ে তার হাতে লাগানো হবে। আজ রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।

অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামণি ভালো আছে। সকাল ১০টার দিকে অস্ত্রোপচার শেষ হয়। তবে ধাপে ধাপে অস্ত্রোপচার করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আজকে প্রাথমিক ধাপে হাতের কিছু জায়গা সমান করতে হয়েছে। পরে আরও চামড়া লাগানোর কাজ শুরু হবে।’

সাতক্ষীরায় জন্মের দেড় বছর বয়স থেকে মুক্তামণির ডান হাতের সমস্যার শুরু। প্রথমে হাতে টিউমারের মতো হয়। ছয় বছর বয়স পর্যন্ত টিউমারটি তেমন বড় হয়নি। কিন্তু পরে তার ডান হাত ফুলে অনেকটা কোলবালিশের মতো হয়ে যায়। সে বিছানাবন্দী হয়ে পড়ে। মুক্তামণির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামণির চিকিৎসার দায়িত্ব নেন।

গত আগস্ট মাসে মুক্তামণির প্রথম অস্ত্রোপচার হয়। ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।