সাতক্ষীরা

জেলা মটর শ্রমিক ইউনিয়নের সদস্যদের পরিচয়পত্র ফেরতের দাবিতে সমাবেশ

By Daily Satkhira

October 08, 2017

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ চাঁদাদাতা সদস্যদের জমাকৃত পরিচয়পত্র ফেরত পাওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে কেন্দ্রীয় বাসটার্মিনালে অনুষ্ঠিত সভাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ আরশাদ আলী। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের সদস্য সচিব কাজী আক্তারুজ্জামান মহব্বত, সদস্য শেখ মকছুর রহমান, শেখ রবিউল ইসলাম রবি, শেখ মশিয়ার রহমান, শওকত আলী, আব্দুল ছালাম, ইসমাইল হোসেন, আমজাদ হোসেন শাহীন, জাহাঙ্গীর কবির বাবলু, আব্দুল¬াহ গাজী, ওমর ফারুক, বাবলুর রহমান, কবির হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকতে এ ইউনিয়নে একতরফা কোন নির্বাচন হবে না। নির্বাচন হতে হলে অবশ্যই ২৯০৭ জন বৈধ শ্রমিকের পরিচয় পত্র দিতে হবে। পরিচয় পত্র না দিয়ে গায়ের জোরে এখানে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। শ্রমিকরা মানবে না। যারা শ্রমিকদের নায্য অধিকার থেকে বঞ্চিত করতে চান তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বক্তারা আরো বলেন আগামী ১৫ দিনের মধ্যে পরিচয় পত্র ফেরত না দিলে আইন শৃঙ্খলার কোনরূপ অবনতি ঘটলে ইউনিয়নের বর্তমান নেতৃবৃন্দ সম্পূণভাবে দায়ী থাকবেন। সমাবেশ শেষে নেতৃবৃন্দ মিছিলসহকারে ইউনিয়নে অফিস সহকারীর কাছে স্মারকলিপি প্রদান করেন।