কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে রতনপুর বাজারের ব্যবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে রতনপুর পূজা মন্ডপের সভাপতি মৃত হরিপদ ঘোষের ছেলে পল্লী চিকিৎসক পিনাক কুমার ঘোষ, রতনপুর বাজারের ব্যবসায়ি ও পুজা কমিটির উপদেষ্টা মৃত গৌরপদ বিশ্বাসের ছেলে দিলিপ বিশ্বাস, মৃত পুলিন বিষ্ট ঘোষের ছেলে পল্লী চিকিৎসক তপন ঘোষ, রতনপুর পুজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার সরকার, দেবব্রত মল্লিক, কিশোরী মোহন মন্ডলসহ একাধিক বক্তা বলেন, “আমাদের চেয়ারম্যান একজন ভাল মানুষ। ঐদিনে ঘটনায় চেয়ারম্যানের কোন দোষ আমরা খুজে পাইনি। আমাদের গ্রামের স্বামী পরিত্যক্তা বিধবা মহিলা ইতিপূর্বে একইভাবে আরো দুই ব্যক্তির নামে মিথ্যা মামলা দায়ের করেছিল। এই মহিলা মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে হয়রানি করেছে ও করছে। যে মহিলাকে দিয়ে চেয়ারম্যানের নামে এই ধরণের মামলা করা হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা। ওই দিন চেয়ারম্যান ছিলেন বাড়ির পাশে স্কুলের একটি মিটিংয়ে। চন্ডিতলা গ্রামের একটি ছেলে এসেছিল চেয়ারম্যানের কাছে নালিশ জানাতে। ছেলেটিকে পল্লী চিকিৎসক তারাপদ মন্ডলের ছেলে সুদেব মন্ডল ও তার জামাতা বিশ্বনাথ মন্ডলের ছেলে তপন মন্ডল দুজনে মিলে চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তার উপর মেরে রক্তাক্ত করেছিল। এ খবর চেয়ারম্যানের কাছে পৌছানোর পর তিনি গ্রাম পুলিশকে বলেন তাদের আটকে রাখতে। কিছুক্ষণ পর চেয়ারম্যান বাড়িতে ফিরে তুচ্ছ ঘটনার বিষয়টি উভয় পক্ষকে নিয়ে মীমাংসা শেষে বাড়িতে পাঠানো হয়। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে চেয়ারম্যানের আশরাফুল হোসেন খোকনের রাজনৈতিক প্রতিপক্ষরা একই ইউনিয়নের কাশিশ্বরপুর গ্রামের বিশ্বনাথ মন্ডলের কন্যা স্বামী পরিত্যক্তা কল্পনা মন্ডলকে বাদি করে সাতক্ষীরার বিজ্ঞ আমলী-২ আদালতে চেয়ারম্যানসহ ৫ জনের নামে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করে। এদিকে বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসানকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নিদ্দের্শ দেয়। বক্তারা আরো বলেন, আমাদের সামনেই ছোটবেলা থেকে বড় হয়েছে। গত নির্বাচনে সকলের ভোটে সে ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার চরিত্র, সততা ও দক্ষতাই আজ তাকে এই জায়গায় পৌছে দিয়েছে। আমরা ইউনিয়ন বাসি প্রশাসনের কাছে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো।”