শিক্ষা ডেস্ক : উচ্চ মাধ্যমিকের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ে পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জায়গায় একজন অভিনেতার ছবি ছাপিয়ে দেয়া হয়েছে। ওই অভিনেতার নাম এডি রেডমেইন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের ৬৩৪ নম্বর পৃষ্ঠায় স্টিফেন হকিংয়ের জায়গায় এ অভিনেতার ছবি দেয়া হয়।
বইটি যৌথভাবে রচনা করেন ড. শাহজাহান তপন, মুহম্মদ আজিজ হাসান এবং ড. রানা চৌধুরী। তবে ড. শাহজাহান তপন গত বছরের এপ্রিলের দিকে মারা গেছেন বলে জানা যায়।
অভিনেতা এডি রেডমেইন The Theory of Everything সিনেমায় স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। তার ছবিটি হকিংয়ের জায়গায় ছাপা হয়। এদিকে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। বিভিন্ন অজুহাতে বিষয়টি তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
বোর্ডের সদস্য (কারিকুলাম) ও সদস্য (পাঠ্যপুস্তক) এবং প্রধান সম্পাদকদের মতামত জানতে চেয়েও পাওয়া যায়নি।