খেলা

ইয়াসিরের বিরল কীর্তির ম্যাচে লঙ্কার মহাবিপদ

By Daily Satkhira

October 09, 2017

পাকিস্তান। সকালে এক রকম তো বিকেলে আরেক রকম। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ৩৪ রানের ভেতর প্রতিপক্ষের পাঁচ উইকেট ফেলে দিয়েছে দলটি। ওয়াহাব রিয়াজের আগুনে বোলিংয়ের আগে বিরল এক কীর্তি গড়েছেন স্পিনার ইয়াসির শাহ।

ইয়াসিরই প্রথম স্পিনার যিনি একটানা পাঁচ টেস্টে কমপক্ষে পাঁচ উইকেট করে নিলেন।

সংযুক্ত আরব আমিরাতে টস জিতে ব্যাট নিয়ে প্রথম ইনিংসে ৪৮২ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান গুটিয়ে যায় ২৬২ রানে।

দ্বিতীয় ইনিংসে বল করতে নেমেই কী এক জাদুমন্ত্রে বদলে যায় আজহার আলীরা। ৩ রানের মাথায় কুশল সিলভাকে দিয়ে শুরু করেন মোহাম্মদ আব্বাস। এরপর আঘাত হানেন ওয়াহাব রিয়াজ। আগের ইনিংসে ১৯৬ রান তোলা দিমুথ করুনারন্তেকে ৭ রানে সাজঘরে ফেরান। রিয়াজ পরে দ্রুত আরও দুজনকে ফেরান। মাঝখানে এক উইকেট নেন ইয়াসির। এই টেস্টে এখন পর্যন্ত সাতটি উইকেট নিলেন তিনি।