ফিচার

টানা বর্ষণে শ্যামনগরে পাউবো বেড়িবাঁধ হুমকির মুখে

By Daily Satkhira

October 09, 2017

মনিরুজ্জামান মুকুল : টানা কয়েক দিনের গুড়ি গুড়ি বৃষ্টি ও নিম্মচাপ সৃষ্টিতে জোয়ারের পানি প্রবল তুফান হওয়ায় খন্ড খন্ড স্থানে ধসে পাউবো বেবিবাঁধ হুমকির মুখে। মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোবাইল ফোনে জানান, তার এলাকার বড় ভেটখালি মোস্তফা সরদারের বাড়ির সামনে, পারশেখালী জুম্মান গাজী জামে মসজিদের সামনে, দক্ষিণ কদমতলা হাফেজ আবু দাউদের বাড়ির সামনে, মথুরাপুর জেলে পাড়ার সামনে, সিংহরতলী প্রথম আলো সাইক্লোন সেন্টার থেকে ভোলা মন্ডলের বাড়ি পর্যন্ত পাউবো ভেড়ি বাধ খন্ড খন্ড স্থানে ভংঙ্গন সৃষ্টি হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে। চেয়ারম্যান আবুল কাশেম জানান, ২০ ফুট ভেড়ি বাধ ভাংঙ্গন সৃষ্টি হওয়ায় আছে ৪ থেকে ৫ ফুট। বড় কোন দূর্যোগ হলে এলাকা প্লাবিত হওয়ার আশংঙ্খা। বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল মোবাইল ফোনে জানান তার এলাকার পাউবো বেড়িবাধ ব্যাপক হুমকির মুখে। দূর্গাবাটি সাইক্লোন সেন্টারের সামনে, দূর্গাবাটি মুজিবর হাজীর মৎস ঘের থেকে আঃ হাকিমের মৎস ঘের পর্যন্ত, দাতিনাখালী মোড়ল বাড়ির সামনে, আজিজ দফাদারের বাড়ির সামনে, নীলডুমুর ফরেষ্ট অফিসের সামনে, জাপান কাঁকড়া হ্যাচারির সামনে এছাড়া বহু স্থানে পাউবো বেড়িবাঁধ ব্যাপক হুমকির মুখে। গাবুরা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ রহিম মোবাইল ফোনে জানান, তার এলাকায় পারশেমারি টেকের হাট নামক স্থানে পাউবো বেড়িবাধঁ ভেঙ্গে এলাকায় পানি ডুকে পড়ে পর দিন সকালে পাউবো কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় ভাঙন স্থান সংস্কার করা হয়। গাবুরা একটি ছোট দীপ চার পাশে কপোতক্ষ ও খোলপেটুয়া নদীর প্রবল ¯্রােত ঢেউয়ের আঘাত ও বৈরি আবওহায়ায় পাউবো বেড়িবাধ বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেওয়ায় এলাকার মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। গাবুরা, মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে।