অনলাইন ডেস্ক : ‘কেউ ঘুষ চাইলে তাকে জুতাপেটা করুন। ‘ সরাসরি এই পরামর্শ দিয়েছেন ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সোমবার সিঙ্গারেনি কোলিয়ারিস কোম্পানি লিমিটেডের এক কর্মীসভায় এ কথা বলেন তিনি।
গত সপ্তাহেই সিঙ্গারেনি কোলিয়ারিসের শ্রমিক সংগঠনের নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে টিআরএস সমর্থিত তেলেঙ্গানা বগ্গু গনি কর্মিকা সংঘম। হায়দরাবাদের প্রগতি ভবনে তাদের একটি অনুষ্ঠানে চন্দ্রশেখর রাও বলেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে চাকরি ক্ষেত্রে নিজের প্রাপ্য সুযোগ-সুবিধা পেতে আপনাদের ঘুষ দিতে বাধ্য করা হয়। সিক লিভ বা মেডিকেল স্কিমের পাওনা টাকা পেতে আপনারা ঘুষ দিতে বাধ্য হন। কাল থেকে যে ঘুষ চাইবে, তাকে জুতাপেটা করবেন।
দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের কোনও মতেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে টিআরএস। এবার থেকে কেউ ঘুষ চাইলে তাকে উচিত মত জবাব দিতে পরামর্শ দিয়েছেন চন্দ্রশেখর।