ভিন্ন স্বা‌দের খবর

একাই ৩৪ সন্তানের বাবা তিনি!

By Daily Satkhira

October 10, 2017

সিনেমার ভিকি ডোনারকে মনে আছে?‌ শুক্রাণু দান করার বিষয়টি পরিচিত হয় সেই সিনেমার পর থেকেই। যদিও বেশ কিছু দেশে স্বল্প পরিসরে এই প্রথা চলছে। আর সে ক্ষেত্রেই রেকর্ড করেছেন এক ব্রিটিশ বাসিন্দা।

হিসাব করে দেখা গেছে, এখনও পর্যন্ত মোট ৩৪টি শিশুর জন্ম হয়েছে তার শুক্রাণুতে। মানে, এখনও পর্যন্ত প্রাকৃতিকভাবে তিনি ৩৪ সন্তানের বাবা। শুধু দাবি নয়, এর হিসাব আছে খাতায় কলমে। এই তালিকায় এর থাকা পরের জনের শুক্রাণুতে জন্ম হয়েছ ৩১টি শিশুর। এছাড়াও, সারা ইংল্যান্ডে এমন ৬৬৭ জন দাতা রয়েছেন, যাদের শুক্রাণুতে গড়ে ১০টি করে শিশুর জন্ম হয়েছে।

ইংল্যান্ডসহ বিশ্বের বহু দেশেই অসংখ্য স্পার্ম ব্যাঙ্কও তৈরি হয়েছে এখন। এমনকি ২০০৫ সাল থেকে ব্রিটেনে চালু হয়েছে নতুন আইনও। যেখানে বলা হয়েছ, দান করা শুক্রাণুতে জন্ম নেওয়া সন্তানেরা প্রাপ্তবয়স্ক হলেই তাদের বাবার নাম জানতে পারবেন। আর দাতার রেকর্ড নিয়েও আছে অবাক করে দেওয়া তথ্য। কয়েকদিন আগেই এক ব্রিটিশ দাবি করেছিলেন, ২০০০ সাল থেকে তার দান করা শুক্রাণুতে এখনও পর্যন্ত জন্ম হয়েছে ৮০০ শিশুর। সূত্র: আজকাল