শ্যামনগর

জলাবদ্ধতার কবলে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স

By Daily Satkhira

October 11, 2017

শ্যামনগর প্রতিনিধি : উপযুক্ত পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের প্রধান ফটক। ১০ বৎসর আগে উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন নির্মান করা হয়েছে। কিন্তু ৫০ শয্যা বিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সের পানি নিষ্কাশনের দৈন্য দশা চোখে পড়ার মতো। বৃষ্টি হলেই প্রধান ফটকে হাটু পানি জমে যায়। শুধু প্রধান ফটক নয় কমপ্লেক্স এলাকার যত্র তত্র খানা খন্দ সৃষ্টি ও সেট্টিটেংকির ঢাকনা ঠিক মত না আটকানোর ফলে সেখানে বৃষ্টির পানি জমে স্বাস্থ্য কমপ্লেক্স এখন অস্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত হয়েছে। বৃষ্টি হলেই ভোগান্তির শিকার হতে হয় রোগী সহ তার আত্œীয় স্বজনদের। কমপ্লেক্স এর পানি পায়ে পায়ে হাসপাতালের সকল ফ্লোরে কাদামাটি হওয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসী জরুরি ভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।