সাতক্ষীরা

দৈনিক দৃষ্টিপাতের প্রতিষ্ঠাবার্ষীকিতে বর্ণাঢ্য আয়োজন

By Daily Satkhira

October 11, 2017

নিজস্ব প্রতিবেদক : ষোল বছরের পথ পরিক্রমা, সত্যা সত্য আর নিরপেক্ষতাকে সঙ্গী করে এগিয়ে চলা পাঠক প্রিয় দৃষ্টিপাতের সতের বছরে পা দেওয়ার আনন্দঘন, উৎসবমুখর, উচ্ছাস আর আলোক আভার বিচ্ছুরনের দ্রুতি ছিল দৃষ্টিপাত ভবনে, শরতের স্নিগ্ধ সন্ধ্যার আলো আধারীর মহনীয় কেক কাটা আর শুভেচ্ছা বিনিময় সভা চলে অতি আন্তরিকতা আর অন্তরঙ্গ আবহে। গতকাল অপরাহেৃ সংবাদ কর্মিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণির রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ দৃষ্টিপাত ভবনে উপস্থিত হয়ে সম্পাদক সহ পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান, জন্মদিনের শুভ সূচনা আর কেক কেটে বর্ণাঢ্য আলোক আভারণের আনন্দ ধারার আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন ও সম্পাদককে শুভেচ্ছা জানাতে আসেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক কালের চিত্র সম্পাদক আবু আহমেদ, সিনিয়র সাংবাদিক প্রথমআলো’র স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেকই এলাহী, দৈনিক সাতনদী সম্পাদক হাবিবুর রহমান, সাতক্ষীরা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেস ক্লাবের সম্পাদক আঃ বারী, ইত্তেফাক প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদকগণ মমতাজ আহমেদ বাপ্পী, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল ও মোজাফফর হোসেন, বরুন ব্যনার্জী, সদর উপজেলা আ’লীগ সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংবাদিক কাজি শওকত হোসেন ময়না, আকতারুজ্জামান বাচ্চু। ফুলেল শুভেচ্ছা জানান, আজাদী সংঘের সম্পাদক মাছুম বিল্লাহ ও এ্যাডঃ শাহেদুজ্জামান সাহেদ। আলোকিত, আনন্দধারার সতের বছরে পা রাখা অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আ’লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, দৃষ্টিপাতকে সৎসাহসী নিরপেক্ষতার প্রতিক হিসেবে অবহিত করে বলেন গণ মানুষের পত্রিকা দৃষ্টিপাত প্রতিদিন কাকডাকা ভোরে ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পাঠকের হাতে পৌছায়, তিনি দৃষ্টিপাতের সাহসী এবং আদর্শিক পথ চলা আরও সুসংহত এবং সুদৃঢ় করণের আশাবাদ ব্যক্ত করেন, আঞ্চলিকতার গন্ডি পেরিয়ে দৃষ্টিপাত জাতীয় পত্রিকা হিসেবে পাঠককুল যেন পেতে পারেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি দৃষ্টিপাত পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান, এর পূর্বে প্রধান অতিথি সহ অপরাপর অতিথীদের দৃষ্টিপাত ভবনে স্বাগত জানান সম্পাদক প্রকাশক জি,এম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক আবু তালেব মোল্ল্যা, মফস্বল সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বার্তা সম্পাদক আদম শফিউল্লাহ, সহ সম্পাদক শেখ মারুফ হাসান মিঠু, সহ-সম্পাদক ওমর ফারুক, ম্যানেজার বুলবুল, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ফটো সাংবাদিক ফিরোজ, ডাঃ শাহাজাহান আলী, আনছার আলী, কালিগঞ্জ ব্যুরো আবু হাবিব, আগড়দাঁড়ি প্রতিনিধি আবুল কালাম, অফিস সহকারী রাশিদুল, নাজিম, জয়, মোকলেছ, আজমীর, আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম বলেন পাঠকই দৃষ্টিপাতের প্রেরণা, পাঠকরাই দৃষ্টিপাতের সঙ্গী সতের বছরের অগ্রযাত্রা দৃষ্টিপাত কে আরও একটি বছরের সাথে স্পর্শ হলো চলমান পথ পরিক্রমা দৃষ্টিপাত তার জন্ম শফলসহ স্বকীয়তা বজায় রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।