ভারতকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। ১৫.৩ ওভারে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। এ জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে ডেভিড ওয়ার্নারের অস্ট্রেলিয়া।
গৌহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারের শেষ বলে ১১৮ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে সাত ম্যাচ পর জয়ের দেখা পেল অজিরা।
১৩ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে হেনরিকস ও হেড মিলে ৭৬ বলে ১০৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। হেড ৪৬ বলে চারটি করে চার ছক্কায় ৬২ রান করেন। হেড ৩৪ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় করেন ৪৮ রান। অ্যারন ফিঞ্চ ৮ এবং ডেভিড ওয়ার্নার ২ রান করে আউট হয়েছেন। ফিঞ্চকে আউট করেন ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ শিকার করেন ওয়ার্নারকে।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা জেসন বেহরেনডোর্ফের বোলিং তোপে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে যায়। প্রথম ওভারেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ফেরান তিনি। এরপর তৃতীয় ওভারে মনীষ পান্ডেকে এবং পঞ্চম ওভারে শিখর ধাওয়ানকে প্যাভিলিয়নের পথ দেখান বেহরেনডোর্ফ। শুরুর ধাক্কা সামলে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি ভারত। ইনিংসের শেষ ওভারেই ১১৮ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
ভারতের হয়ে কেদার যাদব ২৭, হার্দিক পান্ডিয়া ২৫, কুলদীপ যাদব ১৬, এবং এমএস ধোনি করেন ১৩ রান। চার শীর্ষ ব্যাটসম্যান রোহিত (৮), ধাওয়ান (২), কোহলি (০) এবং মনীষের (৬) নামের পাশে মোবাইলের ডিজিট।
অস্ট্রেলিয়ান সফলতম বোলার বেহরেনডোর্ফ। ২১ রানের বিনিময়ে ভারতের প্রথম চারটি উইকেট তুলে নেন তিনি। এছাড়া অ্যাডাম জাম্পা দুটি ও নাথান কোল্টার-নিল, আন্দ্রে টাই ও মার্কাস স্টোয়নিস নেন একটি করে উইকেট। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে জেসন ব্রেনডর্ফ।
এর আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ভারতের সামনে টার্গেট ছিল ৬ ওভারে ৪৮ রান। অনায়াসে সে রান টপকে জয় পেয়েছিল স্বাগতিকরা।