খুলনা

পাইকগাছায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালালো হায়হায় কোম্পানি!

By Daily Satkhira

October 11, 2017

বাবুল আক্তার, পাইকগাছা : পাইকগাছায় মুরগী খামারী ব্যবসায়ীদের কাছ থেকে একটি হাইহাই কোম্পানী কোটি টাকা হাতিয়ে পালানোর অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে ক্ষতিগ্রস্থরা সংবাদ সম্মেলন করেছে।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মহাসিন আলম ৪৭জন খামারীদের পক্ষে বলেন, ৩৭/২, ফাইনান্স এপার্টমেন্ট (৮ম তলা), ১০, পুরানা পল্টন, ঢাকার ই. ডি. পি. মিনি হ্যাচারির মালিক শচীন্দ্রনাথ ভক্ত, শাইদুল করিম, আমিনুল করিম ও খাইরুল আমিন পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারে ছয় মাস পূর্বে একটি সাব অফিস করেন। আমিসহ ৪৭ জন মুরগি খামারী ব্যবসায়ী উক্ত প্রতিষ্ঠানের সহিত লিখিত চুক্তিবদ্ধ হই। সেই চুক্তি মোতাবেক উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ আমাদেরকে মুরগির বাচ্চা, খাবার, ঔষধ সরবরাহ করিবে মর্মে ১ হাজার মুরগী বাচ্চা বাবদ ৬০ হাজার টাকা জামানাত, প্রদান করি। এছাড়া প্রতিষ্ঠানের মালিকগণ মুরগীর পালন চার্জ হিসাবে আমাদের প্রতি কেজি মুরগীর তেত্রিশ টাকা প্রদান করিবে। তারা বিগত ছয় মাস ভালো ভাবে ব্যবসা করিলেও গত এক সপ্তাহের অধিক মুরগীর খাবার ও ঔষধ সরবরাহ না করায় খামারীদের অনেক মুরগী মারা যায়।

গত ০৮/১০/২০১৭ তারিখে উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ আমাদের জামানাত কৃত কোটি টাকা ও মুরগীর লভ্যাংশ টাকা না দিয়া ভোর রাতে আগড়ঘাটা বাজার অফিসটি বন্ধ করে পালিয়ে যায়। পরবর্র্তিতে তাদের ফোনে যোগাযোগের চেষ্টা করিলে তাদের ফোনটি বন্ধ পাওয়া যায়। ইতোমধ্যে উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ আমাদের জানমালের ক্ষতি সহ বিভিন্ন মিথ্যা মামলা করিয়া হয়রানি করিবে মর্মে মোবাইল ফোনে হুমকি অব্যহত রেখেছে। এসব বিষয় গত ০৯/১০/২০১৭ তারিখে পাইকগাছা থানায় এক সাধারণ ডায়রি করেছি, যার নম্বর ৪১৬। উক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী খামারীরা।