সাহিত্য

দখিনায়ন সম্পাদক মুফতী কচির স্মরণে ‘কচিকথা’ শুক্রবার

By Daily Satkhira

October 11, 2017

প্রেস বিজ্ঞপ্তি : আগামী শুক্রবার বিকাল ৩ টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে জাগ্রত সাতক্ষীরার আয়োজনে কবি, লেখক, সাপ্তাহিক দখিনায়ন সম্পাদক মুফতী আব্দুর রহিম কচির স্মরণে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘কচিকথা’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জাগ্রত সাতক্ষীরার সভাপতি সায়েম ফেরদৌস মিতুল এর সভাপতিত্বে আলোচনা করবেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, দৈনিক পত্রদূত এর উপদেষ্টা সম্পাদক আনিছুর রহিম, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, সাতক্ষীরা কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ঈক্ষণ সাংস্কৃতিক সংসদ এর সভাপতি পল্টু বাসার, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শাহীদুর রহমান, সাতক্ষীরা উপভাষা চর্চা পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম, আকাশ সাহিত্য সংসদ এর সভাপতি গাজী শাহ্জাহান সিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আবু আফফান রোজ বাবু, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে আবৃত্তি করবেন সব্যসাচী আবৃত্তি সংসদ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছট্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামীমা পারভীন রত্মা। অনুষ্ঠানে সবান্ধবে আমন্ত্রিত হওয়ার আহবান জানিয়েছেন কচিকথার আহবায়ক স.ম তুহিন।