সাতক্ষীরা

জেলার পুলিশ কর্মকর্তাদের কর্মশালা অনুষ্ঠিত

By Daily Satkhira

October 11, 2017

প্রেস রিলিজ : আজ ইং ১১/১০/১৭ তারিখ সকাল ১০.০০ ঘটিকা থেকে দুপুর ০১.০০ ঘটিকা পর্যন্ত তুফান কনভেনশন সেন্টার, কামালনগর, সাতক্ষীরায় GIZ এর IRSOP প্রকল্পের আওতায় অগ্রগতি সংস্থা, সাতক্ষীরার আয়োজনে জেলার পুলিশ কর্মকর্তাদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্ভোধন করেন এবং কর্মশালা শেষে সমাপনী বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম । আরো উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিঃ পুলিশ সুপার মেরিনা আক্তার, এএসপি (সদর) মোঃ হুমায়ুন কবির, এএসপি (প্রবিঃ) মোঃ শামিম আহম্মেদ, জেলা বিশেষ শাখার ডিআইও-(১) মোঃ মিজানুর রহমানসহ জেলার ০৮ (আট) থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)গণ।

কর্মশালায় Improvement of the Real Situation of Overcrowding in prison in Bangladesh (IRSOP), মামলার প্রবাহ কমানো, আপোষযোগ্য বিরোধসমুহ স্থানীয় ভাবে বিকল্প বিরোধ নিষ্পত্তি (ADR)পদ্ধতি ইত্যাদি বিষয়ে পুলিশ সুপার, সাতক্ষীরাসহ অন্যান্য কর্মকর্তারা আলোচনা এবং মতবিনিময় করেন। অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস সভাপতিত্ব করেন