ফিচার

ভারত-বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের ভোমরা ও ঘোজাডাঙ্গা পরিদর্শন

By Daily Satkhira

October 11, 2017

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্পর্ক জোরদার করতে দুদেশের স্থল বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কর্মকর্তগণ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর পরিদর্শন করেছে। বুধবার বাংলাদেশ স্থল বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী ও ভারতীয় চেয়ারম্যান ল্যাপ ইন্ডিয়ান বি আর শর্মা এর নেতৃতে দুদেশের ভোমরার ওয়ার হাউজ পরিদর্শন শেষে বন্দর হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন। সভায় বাংলাদেশের মোঃ সাফায়েত হোসেন (যুগ্ম সচিব নৌ মন্ত্রণালয়), আনিস আহমেদ (যুগ্ম , বাংলাদেশ স্থল বন্দর কতৃপক্ষ), এএইচএম আহসান (যুগ্ম-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়), লেঃ কঃ মোঃ হেফাজুর রহমান পরিচালক Ÿাংলাদেশ বর্ডার গার্ড, বিল্লাল হোসেন, উপ-সচিব কৃষি মন্ত্রণালয়, মোঃ মোরশেদুর রহমান তালুকদার, মোঃ হাসান আলী তত্বাবধায়ক প্রকৌশলী (অঃদা) বাংলাদেশ স্থলবন্দর, মোঃ কবির খান চেয়ারম্যানের একান্ত সচিব স্থল কর্তৃপক্ষ, ভারতীয় মি. অনিল কুমার বাম্বা মেম্বর,(পিএন্ডডি) এলপিএ ইন্ডিয়া, ড. বালম্লিকি প্রষাদ, মি. অনুরাগ শর্মা, মি. রাহুল মাথো, মোঃ নোভেরা মোয়াজ্জেম চৌধূরী ২য় সচিব শুল্ক জাতীয় রাজস্ব বোর্ড , মি. বিপুল কুমার মিশরিয়া, মি. শিশির কুঠারী প্রমুখ। এছাড়া ভোমরা সিএন্ডএফএর সভাপতি নওশের জাহান রাজু, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান নাসিমসহ সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা ও কাস্টম কমকর্তাগণ উপস্থিত ছিলেন।