প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিদেশে যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (১১ অক্টোবর) রাত সারে ৮ টার দিকে অনুমতিপত্রে সই করেন তিনি। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক জানান, প্রধান বিচারপতির বিদেশ যাওয়া সংক্রান্ত আবেদনের সারসংক্ষেপে রাষ্ট্রপতি সই করেছেন।
এর আগে দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেন বলে জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এদিকে দুপুর ১ টার দিকে রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসায় যান তার ব্যক্তিগত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলেটেশন বিভাগের অধ্যাপক ডা. মো. একেএম সালেক।
তিন মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতির স্বাস্থ্য পরীক্ষা করে দুপুর দেড়টায় তিনি বেরিয়ে যান। তারও আগে দুপুর ১২টার দিকে প্রধান বিচারপতির বাসায় যান তার বন্ধু ধানমণ্ডির ব্যবসায়ী মঞ্জুর রহমান। দুপুর পৌনে ১টার দিকে তিনি বেরিয়ে যান। পরে বেঞ্চ রিডার মাহবুব হোসেন বিকাল পৌনে ৩টার দিকে ভেতরে প্রবেশ করেন।